দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবন করে জন সাধারণকে বিরক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মারফিদুল ইসলাম(৩৮) নামে এক মাদক সেবীকে মাদকদ্রব্য আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম খোদাইপুর নাওভাঙ্গা গ্রামে ওই আদালত পরিচালনা করেন। মাদকসেবী মারফিদুল উপরোক্ত গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
নবাবগঞ্জ থানার এস.আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, আদালতে দণ্ডপ্রাপ্ত মারফিদুল ইসলামকে আজ শুক্রবার (৩১ অক্টোবর) কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/144944