 
                     
          সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছ যৌথ বাহিনীর সদস্যরা।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আটককৃতদের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় পৃথক দুইটি বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন- নায়ন আলী (২৮), বাবর হোসেন বাবুল (৪৫) ও মো. গোলাম রাব্বি (১৮)।
যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর খবরে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, শটগানের কার্তুজ, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা এবং তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলেন- মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪), মাসুমা আক্তার রিয়া (২২)। অপরদিকে পৃথক আরও একটি অভিযানে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ৭ জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
