পাবনায় গলায় বোতলের ক্যাপ আটকে শিশুর মৃত্যু

পাবনায় গলায় বোতলের ক্যাপ আটকে শিশুর মৃত্যু

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে ওষুধের বোতলের ক্যাপ বা ঢাকনা গলায় আটকে রাণী খাতুন (৪) নামের এক শিশু মারা গেছে। রাণী খাতুন উপজেলার পাচুড়িয়াবাড়ি গ্রামের জনি হোসেনের মেয়ে।
রাণী খাতুনের বাবা জনি হোসেন জানান, আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাণীর মা রাণীকে ওষুধ খাইয়ে বোতল কাছে রেখে কাজ করতে থাকে।

এক সময় সে দেখে রাণী গড়াগড়ি করছে। কাছে গিয়ে দেখে ওষুধের বোতলের ক্যাপ নাই। পরে দেখে ক্যাপ রাণীর গলায় আটকে গেছে। বাড়ির লোক জন মিলে ক্যাপ বের করার চেষ্টা করার এক পর্যায়ে রাণী অজ্ঞান হয়ে যায়।

দ্রুত রাণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফরিদপুর থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হৃদয় বিদারক! লাশ দাফন করতে বলা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/143258