বরিশালে মহাসড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর (দোয়ারিকা) ঢালে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাবুগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি উপজেলার কেদারপুর ইউনিয়নের কাশিগঞ্জ গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৫০)-এর। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ১৪ অক্টোবর সকালে শহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিকেলে ফেসবুক লাইভে সড়কের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তার ভাগ্নে মো. ফাহাদ তাকে শনাক্ত করেন।
বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মরদেহটি তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় শহিদুল ইসলাম রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।