দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে মারামারিতে আহত ৭, বাড়ি ভাঙচুর

দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে মারামারিতে আহত ৭, বাড়ি ভাঙচুর

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে মারামারি ও বাড়ি ভাঙচুরের ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের হরিরামপুর গোমস্তাপাড়ার হাকিম সরদার ও মামুন সরদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জেরে গতকাল শুক্রবার দুপুরে সামান্য তর্কাতর্কির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন কমপক্ষে ৭ জন। আহতরা হলো- হাকিম সরদার (৫৪), আলম সরদার (৩৮), হালিম সরদার (৫২), বেলাল সরদার (৪০), মামুন সরদার (৫৫), তার ছেলে ফরহাদ (১৮)। এ ঘটনায় আহত আরেকজনের নাম জানা যায়নি। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার জেরে একইদিন সন্ধ্যা ৬টায় মামুন সরদার দলবল নিয়ে হাকিম সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় রাতেই হাকিম সরদার বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করে। আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিমাই ঘটনার তদন্ত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/142733