বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো
ফুটবল মাঠে অনেক রেকর্ডের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরেও পর্তুগিজ মহাতারকার ঝুলিতে যুক্ত হলো আরও একটি রেকর্ড। বিশ্বের প্রথম সক্রিয় ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের মর্যাদা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রের আর্থিক তথ্য প্রদানকারী ও মিডিয়া সংস্থা ব্লুমবার্গ এই সপ্তাহেই প্রথমবারের মতো ৪০ বছর বয়সী রোনালদো মোট সম্পদের তালিকা তৈরি করেছে। সংস্থাটির তথ্য মতে, বর্তমানে সিআরসেভেনের মোট সম্পদের পরিমাণ ১৪০ কোটি মার্কিন ডলার। যেখানে আল নাসর তারকার ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও এন্ডোর্সমেন্টের হিসাব ধরা হয়েছে এখানে।
ব্লুমবার্গের তথ্য মতে, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো বেতন থেকে ৫৫ কোটি ডলারের বেশি আয় করেছেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড ও স্পন্সর চুক্তির মাধ্যমেও বিপুল অর্থ পেয়েছেন তিনি, যার মধ্যে আছে নাইকির সঙ্গে ১০ বছরব্যাপী বাৎসরিক প্রায় ১ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি।
এদিকে ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো করমুক্ত চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। এতে বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবলার হয়ে যান তিনি।
সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই বছরের জুনে, তার আগেই দুই বছরের নতুন চুক্তি করেন তিনি। সংবাদমাধ্যমের মতে, চুক্তির অঙ্কটা ৪০ কোটি ডলার।
ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় রোনালদো শীর্ষস্থান ধরে রেখেছেন গত তিন বছর ধরে। যা কেবল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই নয়, বরং ফুটবলের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন হিসেবেও তার অবস্থানকে সুদৃঢ় করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/142381