মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মানিকগঞ্জ জেলা শহরের স্বর্ণকারপট্টিতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দোকান থেকে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে দোকানের মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

গতকাল শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম দাশড়া এলাকার পাণ্ডব ভবনের নিচতলায় অবস্থিত ‘অভি অলংকার’ এ এই ডাকাতির ঘটনা ঘটে।

আহত শুভ দাসকে মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিম দাশড়া এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা দোকানে প্রবেশ করে শুভ দাসকে ছুরি দেখিয়ে জিম্মি করে। এরপর দোকানের লকার ভেঙে তারা স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতেরা শুভকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, লুট হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। ঘটনার তদন্ত শুরু হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/142009