বগুড়ার মোকামতলা থেকে সাড়ে ৭শ’ কেজি পলিথিন জব্দ

বগুড়ার মোকামতলা থেকে সাড়ে ৭শ’ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার: আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের তদন্ত কেন্দ্রের সামনে আহসান পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস থেকে আনুমানিক ৭৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এবং বগুড়া জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে আনুমানিক ৭৬০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ১০ হাহার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

বগুড়া জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।  মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/140976