দিনাজপুরের নবাবগঞ্জে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. গোলজার হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাদুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রঞ্জয়পুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

নবাবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান জানান, সে ১৯৯৩ সালের একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় দিনাজপুর দায়রা জজ আদালত তাকে ২০০৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিল। আদালতের গ্রেফতারি পরোওয়নামূলে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/140927