জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্রী তাসনিয়া জান্নাত হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পৌর এলাকার বটতলী বাসস্ট্যান্ডে সানরাইজ মডেল স্কুলের আয়োজনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, সানরাইজ মডেল স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, বড়তারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, শালবন রহমানীয়া মাদ্রাসার শিক্ষক শামীম ওসমান প্রমুখ।

গত ১৯ সেপ্টেম্বর বটতলী বাজারে সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া জান্নাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত মূল আসামিসহ সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বক্তারা। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জন সাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/140919