বগুড়ার কাহালুতে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া বাজারের পাশে নামুজা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার কর্নিপাড়া বাজারের পূর্বে হাফেজিয়া মাদ্রাসার কাছে।
আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত মোজামের ছেলে মো.স্বাধীন(৩২),একই উপজেলার আলীগ্রামের মো.শামসুদ্দিনের ছেলে মো. মেজবাউল হাসান নাঈম (৩২),একই গ্রামের মো.বুলুর ছেলে মো. জাকারিয়া (২২),একই উপজেলার সংসারদীঘি গ্রামের মো. মোজাফফর হোসেনের ছেলে মনির হোসেন (২৪)একই গ্রামের হযরত আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২১)। আটককৃতদের কাছ থেকে স্থানীয় জনতা বার্মিজ চাকুসহ আট ধরণের দেশীয় অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।
জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে ৮/৯ জনের একটি ডাকাত দল কর্ণিপাড়া বাজারের আশে পাশে রাস্তায় ডাকাতি করার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত ধরা পড়ে এবং অন্য ডাকাত পালিয়ে যায়।
আটক ডাকাতদের কাছ থেকে ১ টি চাপাতি, ১ টি বার্মিজ চাকু, ধারালো লোহার হাসুয়া, ২টি স্টিলের লাঠি, ২ টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রসহ তিনটি (২ টি টার্চ একটি বাটন) মোবাইল ফোন পাওয়া যায়। এরপর কাহালু থানা পুলিশকে সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ৫ ডাকাতককে গ্রেফতার করাসহ উদ্ধারকৃত অস্ত্র থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের সাথে কথা বলা হলে তিনি বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত ৫ ডাকাতকে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান গ্রেফতারকৃত ডাকাত স্বাধীনের বিরুদ্ধে আরও একটি দস্যুতার মামলা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/140851